• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সীমান্তে সুপারি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:০১ এএম

সীমান্তে সুপারি নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ভারত-বাংলাদেশ সীমান্তে সুপারি বহনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষে হেলাল উদ্দিন (৪৫) নামে এক পাচারকারী নিহত হয়েছেন। এতে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন একই ইউনিয়নের তারানগর গ্রামের হালু মিয়ার ছেলে। আহত যুবকের নাম শাহিন মিয়া (৩০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কয়েকজন সুপারি পাচার করতেন। এরই ধারাবাহিকতায় তাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্রপাতে কাঁঠাবাড়ি এলাকার সিরাক ও রাব্বুলের কথা কাটাকাটি হয়। এরপর এ ঝগড়ার রেশ ধরে হেলাল গ্রুপের সঙ্গে আদিবাসী হারজিত ও প্রদীপ হাজং গ্রুপের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারজিত (২২) ও প্রদীপ হাজং (২৫) নামে দুজনকে আটক করে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান জানান, তারা সুপারি বহন করত। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হলে হেলালের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ