• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

৬৪ দি‌নে পায়ে হেঁটে দে‌শ ভ্রমণ কর‌লেন রাজবাড়ীর ইউসুফ

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:১৩ এএম

৬৪ দি‌নে পায়ে হেঁটে দে‌শ ভ্রমণ কর‌লেন রাজবাড়ীর ইউসুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্র ৬৪ দিনে পা‌য়ে হেঁটে দেশ ভ্রমণ ক‌রেছেন রাজবাড়ীর মোঃ ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ নামের এক যুবক। সে কালুখালী উপ‌জেলার তোফা‌দিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে। তিনি ২০২০ সালে এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এসে তিনি তার পথযাত্রা শেষ করেন।
জানা যায়, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, জীবন বাঁচা‌তে রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখ‌তে ইউসুফ ২০২২ সালের (১০ নভেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পথযাত্রা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ৬৪ দিনে ৩ হাজার ৩৬০ কি‌লো‌মিটার পথ পা‌য়ে হেঁটে আজ (১২ জানুয়ারি) রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ ক‌রে‌।

মো. ইউসুফ ইকবাল জানান, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার হাঁটার রেকর্ড রয়েছে তার। সেটা ছিল গত ১২ ফেব্রুয়ারি ২০২২ সালে খুলনা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা শুরু করে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় রাজবাড়ীর কালুখালীতে পৌঁছান। এর আগে ২০২১ সালে ২৬ নভেম্বর রাতে ঢাকার মিরপুর মাজার রোড থেকে দৌড়ে কালুখালীতে (১৩২ কিলোমিটার) মাত্র ১৪ ঘণ্টায় পৌঁছান। ২০২০ সালের ২২ জুলাই ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে প্রায় ১৩ মাস চিকিৎসার নিয়ে সুস্থ হবার পর তিনি এ রেকর্ড গড়েছিলেন। কিন্তু চিকিৎসক বলেছিলেন যে তিনি তিন বছরের মধ্যে স্বাভাবিকভাবে দৌড়াতে পারবেন না।

গত ৫ নভেম্বর রাজবাড়ী শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে ইউসুফ ইকবাল বলেন, ১০ নভেম্বর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাঁটা শুরু করার কথা জানান। ২০২৩ সালের ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ী আসার মধ্য দিয়ে হাঁটা শেষ করার জানিয়েছিলেন তিনি।

ইউসুফ ইকবাল পৃষ্ঠপোষকতা পেলে ৫৫দিনে ৬৪ জেলা পায়ে হেটে ভ্রমণ শেষে দেশের বাইরে হাইকিং করতে চান। এক দেশে থেকে যেতে চায় অন্য দেশে। তার এই অর্জন বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সাহস যোগাবে।

আর্কাইভ