• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১১:১৩ পিএম

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপার নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে মো. রাসেল (১৮)।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখতে না পাওয়ায় এবং চালকের ঘুম ঘুম ভাব থাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাজেদ/

আর্কাইভ