প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৩:০১ এএম
বগুড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জেএমবির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) গাবতলীর গোলাবাড়ী এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ২৩টি জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ালী উল্লাহ ওরফে ওলি (৪৭)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়ার মৃত কলিম উদ্দিন ওরফে কেরানী প্রামাণিকের ছেলে।
ওলি জেএমবির অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের চাচাতো ভাই এবং জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানের ভায়রা ভাইয়ের ছেলে আব্দুর রহিমের জামাই।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃত জঙ্গি ওয়ালী উল্লাহ ওলি নিজেকে পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল বলে জানিয়েছেন। তার সঙ্গে পুরাতন জেএমবির কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ রয়েছে। তার নামে ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলা ছিল। তিনি আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধঘোষিত জেএমবিকে সংগঠিত করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও উগ্রবাদ প্রচার করে আসছিলেন।