• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০২:০৪ এএম

মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ানের ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অং এর ছেলে চওনা, উলাটি অং এর ছেলে মং চেতে, মৎ সাও এর ছেলে উয়া নাই।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে কোস্টগার্ড। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার রায় দেন বিচারক। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ