• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১২:২৬ এএম

সৈয়দপুরে  দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সৈয়দপুরে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে  নবগঠিত আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।  বুধবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে অসহায় দুস্থ ও শীতার্তদের হাতে ওই কম্বল তুলে দেন। এ সময় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইরফান আলম ইকু, উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন শহরের বিভিন্ন এলাকার অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

 

আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক জানান, তাঁর বাবা মরহুম আলহাজ্ব কুতুবুল আলমের নামে আলহাজ্ব কুতবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আলহাজ্ব কুতুবুুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো।

তিনি  আরো বলেন, চলতি শীত মৌসুমের শেষ পৌষের কনকনে শীতে এলাকার অসহায় গরীব ও দুস্থ মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের কষ্ট লাঘবে আলহাজ্ব কুতুলুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের পাশে থাকতে শীতবস্ত্র উদ্যোগ নেয়া হয়েছে। আর তাই এবারের এর প্রতিপাদ্য করা হয়েছে “শীতের এই কষ্ট লাঘবে, আছি আপনাদের পাশে .।” তিনি জানান, প্রতি বছরই শীতে তাঁর প্রতিষ্ঠান ইকু গ্রুপের পক্ষ থেকে কয়েক দফায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবারই এর কোন ব্যত্যয় হবে না। এবার আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলা বিভিন্ন এলাকা ছাড়াও পাশের পার্বতীপুর উপজেলায়ও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান তিনি।

 

বিএ/ 

আর্কাইভ