• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাফ নদীতে ‘বস্তাবন্দি অবস্থায়’ দুই যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১২:০৯ এএম

নাফ নদীতে ‘বস্তাবন্দি অবস্থায়’ দুই যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট থেকে ভাসমান দু’টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।

তিনি বলেন, মৃতদেহ দুইটি ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে হত্যা করে মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দিয়েছে।

ওসি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কারা, কী কারণে তাদের খুন করেছে সেই রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আব্দুল হালিম।

এআরআই

আর্কাইভ