• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কচুরিপানার নিচে মিলল তিন কেজি স্বর্ণ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:৪০ এএম

কচুরিপানার নিচে মিলল তিন কেজি স্বর্ণ

যশোর প্রতিনিধি

আজ দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তাদের দাবি, স্বর্ণের এই চালানটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিলো। আজ মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুর একটার দিকে বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে স্বর্ণগুলো ‍উদ্ধার করা হয়।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বিজিবি গোপনে জানতে পারে দৌলতপুর সীমান্তের ইছামতি নদী এলাকা দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে। এ খবরে ভারতের আংরাইল সীমান্তের ৩০০ গজ অদূরে অভিযান চালানো হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা স্বর্ণের চালান ফেলে পালিয়ে যায়। পরে দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নদীর ভেতরে কচুরিপানা ও কাদার মধ্য থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার স্বর্ণের চালান বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬২ লাখ টাকা বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আর্কাইভ