• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ব্যক্তি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১২:৫৬ এএম

কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ব্যক্তি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক আহত ব্যক্তিকে উদ্ধার করেছে বিচ কর্মীরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিচ কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ধারণা করা হচ্ছে, তিনি কোনো মাছ ধরার ট্রলারের জেলে, যাকে জলদস্যুরা কুপিয়ে ট্রলার থেকে ফেলে দিয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। হাতের আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে। তিনি নিজের নাম মোহাম্মদ আলী বলে জানান। তার বাড়ি চট্টগ্রামের রাউজান।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীরা জানান, ‘সৈকতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন তাও অসংলগ্ন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

এনএমএম/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ