• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০১:২৩ এএম

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫

বান্দরবান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মাইক্রোবাস গভীর খাদে পড়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার পরিবারের ৪ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) সকালে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও মাইক্রোবাস চালক মো. নূর নবী (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা পরিবারের ৪ সদস্য নিয়ে মন্ত্রণালয়ের গাড়িতে বান্দরবানের থানচি থেকে সরকারি কাজে আলিকদম যাওয়ার পথে ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে আলিকদম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাজেদ/
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ