• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৮:২৪ পিএম

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে মাসুদ শেখ (২৮) নামে এক ট্রাক ড্রাইভার খুন হয়েছে।

শনিবার(৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাসুদ শেখ কুশা ইছাপুর গ্রামের কাছেদ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে গ্রামের ক্যানালে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত মাসুদ শেখ এর ছেলে মাহফুজ ও মনিরুল মিয়ার ছেলে ইয়াসিন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় মাসুদ শেখ ও মনিরুল মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ শেখকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলে সে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তাই তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, সামান্য একটি বিষয় নিয়ে কথাটির জোরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এনএমএম/

আর্কাইভ