• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শত্রুর দেওয়া বিষে কৃষকের শতাধিক হাঁসের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০২:৫৫ এএম

শত্রুর দেওয়া বিষে কৃষকের শতাধিক হাঁসের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পতিত জমিতে বিষ প্রয়োগ করে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মো. কোবাত আলী নামে এক দরিদ্র কৃষকের শতাধিক হাঁস মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৬ জানুয়ারি) ভুক্তভোগী কৃষক মো. কোবাত আলী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন-একই উপজেলার শিবপুর গ্রামের মো. হান্নান ও মো. ভোলা এবং কাজিপুর গ্রামের মহসীন আলী ও মহরম।

অভিযোগে ভুক্তভোগী কৃষক কোবাত আলী উল্লেখ করেন, তিনি ২৫০টি হাঁস পালন করে আসছিলেন। আশপাশের পতিত জমিতে শামুক খাওয়াতেন তিনি। বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে পতিত জমিতে বিষ দিয়ে রাখেন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ওই জমিতে হাঁস চড়াতে গেলে বিষ খেয়ে শতাধিক হাঁস মারা যায়। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ