• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাসপাতালের লিফট ছিড়ে ৭ জন আহত

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০২:৩৫ এএম

হাসপাতালের লিফট ছিড়ে ৭ জন আহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের প্রাইভেট হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে নিচে পরে যাওয়ায় রুগিসহ আহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে ৩দিন আগের (সিজারিয়ান) অপারেশন হওয়া কাকলি আক্তার (২৫) নামের রুগীর অবস্থা গুরুতর। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে অবস্থিত সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে এই আহতের ঘটনা ঘটে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।

আহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালুরা গ্রামের মনির হোসেন, মনোয়ারা বেগম (৩২), জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০), আয়শা আক্তার (২১) ও কাকলি আক্তার এরা সকলে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসাদিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার বাবুল আতোয়ার খান বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে বিকট শব্দ হয়। গিয়ে দেখি লিফট নিচে পরে গেছে। এসময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসাধীন রেখেছি।

সেন্টাল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ জালাল উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনায় তো কারো হাত নাই। অনেক জায়গায়তো লিফট ছিরে দুর্ঘটনা ঘটছে। টেকনিক্যাল লোককে খবর দেওয়া হয়েছে কি কারনে হলো তারা দেখলে জানা যাবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করার পর জানাতে পারব কি কারনে লিফট তিন তলা থেকে নিচে পরে গেলো।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ