• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রাক্টরের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৯:২০ পিএম

ট্রাক্টরের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সড়কে চলাচল নিষিদ্ধ তিনটি ট্রাক্টরের বেপরোয়া প্রতিযোগিতায় নিজ বাড়ির সামনেই চাকায় পিষ্ট হয়ে রাফি (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার যাদৈয়া নামক স্থানে জকসিন বাজার-মান্দারি আঞ্চ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাদৈয়া এলাকায় নিজ বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল শিশু রাফি। এ সময় ওই সড়ক দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে আসছিল তিনটি অবৈধ মাটিবাহী ট্রাক্টর। এর মধ্যে একটি ট্রাক্টর সড়কের নির্ধারিত সীমার বাইরে গিয়ে শিশু রাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপর ট্রাক্টার তিনটি নিয়ে চালকরা মান্দারি ইউনিয়নের দিকে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এনএমএম/

আর্কাইভ