• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৬:৩৫ পিএম

ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

 শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নং প্লাটফর্মে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় কয়েক জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, কাল পৌনে ৭টায় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্ধুর প্রভাতী ট্রেনটি ভৈরব স্টেশনে আসার পর ইঞ্জিন ঘুরানোর সময় ‘ক’ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে রেলওয়ের লোকজন কাজ করছে। ৩ নম্বর লাইন ব্যতীত অন্য লাইনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগি থেকে কয়েক জন যাত্রী আহত হয়েছে।

এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙ্গে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা, জানালা, গ্লাস, উঠার সিঁড়ি ভেঙ্গেছে। 

এগারসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরবে স্টেশনে পৌঁছায় তখন ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময়ে জোরে একটি শব্দ হয় পরে দেখি ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিন বগির দরজা জানালা, ফ্লোর ভেঙ্গে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নব্বী জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে  পুনরায় চালু করা হবে তিনি জানান।

 

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ