• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

৫৬ আইটেমের চা বেচেন সাগর, ‘বেঈমান’ চা সবচেয়ে সুস্বাদু

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৩:৪০ এএম

৫৬ আইটেমের চা বেচেন সাগর, ‘বেঈমান’ চা সবচেয়ে সুস্বাদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫৬ রকমরে চা। প্রতিটি চায়ের নাম খুবই অদ্ভুত ধরনের। তন্মধ্যে অন্যতম চা হচ্ছে বেঈমান। দাম ৩০ টাকা। এ রকম নানা নামের ৫৬টি চায়ের সমাহার নিয়ে সাগরের দৌঁড়ের উপরে চা স্টল। শুধু নামে নয়, স্বাদেও গ্রাহকদের টানছে দৌঁড়ের উপরে। 

সাগরের চা স্টলের সবচেয়ে যে আইটেমগুলো সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে, নো পরকীয়া, মাথা নষ্ট, প্রথম ভালোবাসা, মনপোড়া, আয়না বাজি, তুফান, জীবনটা তেজপাতা, উড়াধুরা, ব্রেক ফেল। স্টলের মালিক সাগর জানান, ৫৬ আইটেম চায়ের মধ্যে চা খোরদের কাছে বেঈমান চা সবচেয়ে বেশি জনপ্রিয়। যদিও দামে কম কিন্তু স্বাদে অতুলনীয়।

ছবি: রিদ্মিক নিউজ

 টি স্টলটির অবস্থান রাজধানীর উত্তরার আজমপুরে। ক্রিসেন্ট হাসপাতালের কিছু পশ্চিমে। তিনি জানান, প্রতিদিন শত শত মানুষ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দৌঁড়ের উপরে চা স্টলের চায়ের স্বাদ নিতে আসেন। ৫৬টি চায়ের স্বাদ ৫৬ রকমের। নামের সাথে চায়ের স্বাদের মিল রয়েছে। প্রথম ভালোবাসা চায়ে নামের স্বাদ রয়েছে। বেঈমান আইটেমের চায়ে বেঈমান অর্থের স্বাদ রয়েছে। এজন্য গ্রাহকরা দূরদূরান্ত থেকে চা খেতে ছুটে আসেন। 

ছবি: রিদ্মিক নিউজ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ