• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রবাসীর লাখ টাকা ফেরত দিল মাদরাসার দুই ছাত্রী

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০২:৩৯ এএম

প্রবাসীর লাখ টাকা ফেরত দিল মাদরাসার দুই ছাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে মারিয়া (১১) ও রাবিয়া (১২) নামের দুই মাদরাসাছাত্রী। তারা উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৪ জানুয়ারি) সকালে মাদরাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শিশু মারিয়া আড়াইপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং রাবিয়া একই এলাকার রহিম বাদশার মেয়ে।

স্থানীয়রা বলছেন, বুধবার সকালে মারিয়া ও রাবিয়া বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পায়। এ সময় তারা টাকার প্রকৃত মালিক খুঁজে পেতে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে টাকা হারিয়ে প্রবাসী আশরাফ (৩৮) দিগ্‌বিদিক খোঁজাখুঁজি করে মাদরাসার দুই শিক্ষার্থী টাকা পেয়েছে বলে জানতে পারেন। পরে ওই দুই ছাত্রী সবার সামনেই প্রবাসী আশরাফের হাতে টাকাগুলো তুলে দেন।

প্রবাসী আশরাফ বলেন, আমি সকালে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। কিন্তু পথে কখন যে টাকাগুলো পড়ে যায় বুঝতে পারিনি। আমার ভাগ্য ভালো, টাকাগুলো কোমলমতি শিক্ষার্থীদের হাতে পড়েছিল।

কালিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানের দুই ছাত্রীর সততায় আমরা গর্বিত। আজ মনে হচ্ছে, আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাটা দিতে পারছি।

আর্কাইভ