• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৩০০ টাকার মোরগ ৫০ হাজার টাকাতেও বিক্রি করছে না মালিক!

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৩:৫৩ এএম

৩০০ টাকার মোরগ ৫০ হাজার টাকাতেও বিক্রি করছে না মালিক!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাধারণত গ্রামে একটি মোরগ ৫০০-৬০০ টাকায় কিনতে পাওয়া গেলেও চার পা বিশিষ্ট প্রায় ২ কেজি ওজনের এই মোরগটির দাম উঠেছে ৫০ হাজার টাকা। বাজারমূল্যের চেয়েও পনেরগুণ দাম বেশি হাকলেও মোরগটি বিক্রি করতে রাজি হচ্ছেন না মালিক। অবিশ্বাস্য হলেও সত্য যে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গ্রিনল্যান্ড শিশুপার্কে দেখা মিলছে চার পা বিশিষ্ট একটি মোরগ।

নাচোল উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের কাছ থেকে চার পা বিশিষ্ট এই মোরগটি ৩০০ টাকায় কিনে নিয়ে যান গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। বর্তমানে মোরগটির ওজন প্রায় দুই কেজি। পার্কের মূল আকর্ষণ এখন এই মোরগটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন সাধারণ দর্শণার্থীরা বলে জানান গ্রিনল্যান্ড পার্কের ম্যানেজার মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, পার্কে মোরগটি নিয়ে আসার পর থেকেই দর্শনার্থীদের প্রধান আকর্ষণ যেন এটি, বিনোদনের জন্য বেশ কিছু রাইড ও পশু-পাখি থাকলেও অনেকে মোরগটি দেখতেই পার্কে আসছেন এখন। বেশির ভাগ মানুষ ছবি ও সেলফি তুলতে পার্কে আসেন।

গত শনিবার সকালে নাচোলের গ্রিনল্যান্ড পার্কে গিয়ে দেখা যায়, বিনোদনের জন্য বেশ কিছু রাইড ও পশুপাখি থাকলেও অনেকেই চার পায়ের মোরগটি দেখতে ব্যস্ত। কেউ কেউ ছবি ও সেলফি তুলছে। পার্কে ঘুরতে আসা নিয়ামতপুরের বাসিন্দা শামীম ও ফাহিমা বলেন, ‘চার পায়ের মোরগটি দেখে অদ্ভুত লেগেছে। কিন্তু মোরগটির রঙ খুব সুন্দর। দেখে ভালোই লাগল।

পার্কের ম্যানেজার মিজানুর রহমান বলেন, পার্কে মোরগটি নিয়ে আসার পর থেকেই দর্শনার্থীদের প্রধান আকর্ষণ যেন এটি। মোরগটি দেখার জন্যই বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন। শিশুরাও মোরগটি দেখে আনন্দ পাচ্ছে। এক কেজি ওজন হওয়ার পর থেকেই এটি কিনে নেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি যোগাযোগ করেন। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা দাম উঠেছে মোরগটির। তবে আপাতত বিক্রির কোনো ইচ্ছা নেই।জাগো নিউজের সৌজন্যে নিচে দেখুন ভিডিওটি।

আর্কাইভ