• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:৫৪ এএম

ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে রোববার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পিযুষ সুর, মোহাম্মদ হারুন, জোবায়ের হোসেন পারভেজ, আরিফ হোসেন এবং খোকন চন্দ্র দেবনাথ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারের সময় একটি মাইক্রোবাস ও একটি প্রোভোক্স প্রাইভেটকার জব্দ করে পুলিশ। গেল ১৩ ডিসেম্বর দুই ব্যক্তিকে জিম্মি করে ছিনতাই চক্র পৌনে ৫ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে সিসি ক্যামেরা দেখে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, এই চক্রটি পারস্পরিক যোগসাজশে প্রাইভেট কার নিয়ে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করে ব্যাংকে টাকা জমা দিতে আসা, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া এবং মানি এক্সচেঞ্জের ব্যক্তিদের টার্গেট করে।

চক্রের প্রধান পলাতক শহীদুল ইসলাম মাঝির বিরুদ্ধে সারাদেশে ১৬টি মামলা রয়েছে। এর আগেও শহীদুল ইসলাম মাঝিকে ডিবি পুলিশ একাধিকবার আটক করে আদালতে সোপর্দ করে। পলাতক শহীদুল ইসলাম মাঝিসহ তার অন্য সহযোগীদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান হারুন অর রশিদ।

আর্কাইভ