প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:২৬ এএম
দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলের বই চুরি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মন্টু আলী নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে কুমড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মনছুর আলীর ছেলে।
জানা গেছে, বই উৎসবের মাধ্যমে বই বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে পাঠানো নতুন বই স্কুলের অফিসে সংরক্ষিত ছিল। সেই বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে প্রস্তুতি নিয়েছিলেন গত ১৬ সেপ্টেম্বর দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটির রেজুলেশনে দায়িত্ব পাওয়া নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী। কিন্তু ২০২০ সালের নভেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা মন্টু আলী নিজেকে বৈধ দাবি করে গতকাল রোববার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
অবৈধভাবে অফিসের তালা ভাঙা, বই চুরি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মন্টু আলীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নতুন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া মোকছেদ আলী। সেই অভিযোগে রাতে মন্টু আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকসেদ আলী বলেন, বৈধভাবে আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মন্টু আলী তালা ভেঙে বই চুরি করেছেন। তাই সরকারি সম্পত্তি চুরি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেওয়ায় থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী। তিনি ছাড়া যদি অন্য কেউ অফিস কক্ষের তালা ভেঙে বই নিয়ে যায় সেটি আইন বহির্ভূত কাজ। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেছি।
খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। সেই মোতাবেক আসামি মন্টু আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।