• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরা জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৫:০০ পিএম

মাগুরা জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। 

জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্যার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাহাবুদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু। 

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। 

পরে বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশনে সাইফুল ইসলামকে সভাতি ও আছাদ্দুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাহাবুদ্দিন মিয়া।

 

 

এএল/

আর্কাইভ