• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ১০:৪৬ পিএম

কাভার্ডভ্যান ও  অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারি-চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন- আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তাদের দুজনই ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। শহরের টানবাজার সুতার গদিতে লেবারের কাজ করেন।

নিবার (১৯ জুন) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক রাসেলকে (৩৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।  

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবউজ্জামান জানান, অটোরিকশা চালক দুইজন যাত্রী নিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিল। আমানা গার্মেন্টসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। পরে অটোরিকশার চালক ও অন্য যাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের ডাক্তার ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, পরিবারের লোকজন থানা পুলিশকে অবগত না করে লাশ বাড়িতে নিয়ে যায়। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার ইচ্ছে পোষণ করলে তাদের কাছ থেকে লিখিত নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টিআর/এম. জামান
আর্কাইভ