প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৩:১৬ পিএম
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
গেলো কয়েক দিন যাবত কুয়াশায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।
ঘাট শাখার ব্যবস্থাপক জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকে থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এনএমএম/এএল