• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাটোরে ট্রেনের নিচে পড়ে নিহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ১০:০৩ পিএম

নাটোরে ট্রেনের নিচে পড়ে নিহত ৩

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটসংলগ্ন নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর এলাকার মৃত জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুরের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, দুপুর ১টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন তিনজন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।

 

এনএমএম/এএল

আর্কাইভ