• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজারে পর্যটকের ভীড়।

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৬:৩৪ পিএম

কক্সবাজারে পর্যটকের ভীড়।

কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ ছুটিতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভীড় বেড়েছে পর্যটকদের। 

লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের নোলা জলে গোসল করে আনন্দ উল্লাস করছেন আগত পর্যটকরা। প্রায় ৫ লাখ পর্যটক অবস্থান করছেন কক্সবাজারের কয়েক হাজার হোটেল মোটেলে। 

কক্সবাজারের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও হিমছড়িতে ভ্রমণ করে তৃপ্তি নিচ্ছেন এসব পর্যটকরা। অনেক পর্যটক ভ্রমণটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলে রাখছেন। আবার অনেকে শামুক ঝিনুকে খোদাই করে নাম লিখে ভ্রমণটিকে স্মরণীয় করে রাখছেন। 

নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণি মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছেন। অনেক পর্যটক সূর্যাস্ত উপভোগ করতে বিভিন্ন পয়েন্টে ভীড় জমাচ্ছেন।


এএল/
 

আর্কাইভ