• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শেরপুরে গাঁজার গাছসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৫:০৩ পিএম

শেরপুরে গাঁজার গাছসহ মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি

শেরপুরে একটি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে, বিকেলে সদরের সারাইকারকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. আ. আলীম (৩০)। তিনি সদরের ধলাকান্দা এলাকার আকবর আলীর ছেলে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদরের সারাইকারকান্দা এলাকায় অভিযান চালায়।

এ সময় স্থানীয় মোহাম্মদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে গোরস্থান সংলগ্ন (৯ ফুট ৬ ইঞ্চি) একটি গাঁজা গাছসহ মাদক কারবারি আ. আলীমকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের আনুমানিক বাজার মূল্য দশ হাজার টাকা।
                           
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃত আলীমের বিরুদ্ধে মামলার পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ