• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সেতুমন্ত্রীকে নিয়ে কটুক্তি, নোবিপ্রবির কর্মকর্তা আটক

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০৭:৪১ পিএম

সেতুমন্ত্রীকে নিয়ে কটুক্তি, নোবিপ্রবির কর্মকর্তা আটক

দেশজুড়ে ডেস্ক

সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাস দেয়ায় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটকে আটক করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারী পরিচালক।

শনিবার (১৯ জুন) বিকেল তিনটার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রাম থেকে তাকে আটক করে কবিরহাট থানা পুলিশ।

আটককৃত জিয়াউর রহমান সম্রাট ওই গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সম্রাট তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তি করে কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস পোস্ট করেন। ঘটনায় শুক্রবার রাতে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফেসবুকে পোস্টকারীর শাস্তি দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ্য করা হয় সম্রাটের এমন কর্মকাণ্ডে ওবায়দুল কাদের এর অর্জিত সম্মান ক্ষুন্ন হয়েছে।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ‘অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডব্লিউএস/নির্জন

আর্কাইভ