• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জিতবে এটাই স্বাভাবিক : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ১১:৪৩ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জিতবে এটাই স্বাভাবিক : স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থান আছে, সেখানে তারা জিতবে এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচায় জীবন বৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারী উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে।’

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আরও তথ্য পাবো।’

লোকায়ন জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে তিনি বলেন, ‘এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থানে শাহাদতবরণ করেছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।’

এসময় প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দফতরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ