প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ১০:০৭ পিএম
প্রবাসীরা বিদেশে বসে এনআইডি পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এনআইডি অনুযায়ী প্রবাসীদের পাসপোর্ট দেয়া হবে।’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ মানুষ আয়কর দেন যা হতাশাজনক। যারা আয়কর দেয় শুধু তাদের উপর ট্যাক্সের চাপ বাড়ানো হয়।’ এ সময় নতুন করদাতাদের খুঁজে বের করার তাগিদ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলে সেরা ৩৫ করদাতাকে সম্মাননা দেয়া হয়।
এআরআই/এএল