• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুর পৌরসভার বেহাল দশায় মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৭:৪৩ পিএম

সৈয়দপুর পৌরসভার বেহাল দশায় মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নাগরিক সেবার বেহাল দশার অভিযোগ তুলে শহরের চারটি পয়েন্টে মানববন্ধন হয়েছে। পয়েন্টগুলো হলো- সৈয়দপুর প্রেস ক্লাব, বিজলী মোড়, শহীদ ডা. হিকরুল হক সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও পাঁচমাথা মোড়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আহবান করে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর উপজেলা শাখা।
সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, যুবমৈত্রীর সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান, ছাত্রমৈত্রীর সৈয়দপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান তনুজ প্রমুখ।
বক্তারা বলেন, বাণিজ্যিক শহর সৈয়দপুরের সব ধরনের উন্নয়ন থেমে আছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও তৃতীয় শ্রেণির নাগরিক সেবাও পাচ্ছে না পৌরসভার মানুষ। পৌরসভার প্রতিটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে পৌর নাগরিকদের সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ ব্যাপারে পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
 

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ