• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুমিল্লায় ১৫ ইউপিতে ভোট কাল

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ১২:৪৫ এএম

কুমিল্লায় ১৫ ইউপিতে ভোট কাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৭ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড থেকে সদস্য পদে ১২৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার রয়েছেন ১৫৫ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৮৩৭ জন এবং পোলিং অফিসার রয়েছেন ১৬৭৪ জন।

এদিকে বুধবার উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌছেঁ গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে ঘিরে উদ্বেগ উৎকন্ঠায় আওয়ামী লীগ সহ অন্যান্য প্রার্থীরা।

ভোটারদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশ বাস্তবায়নের জন্য সব ধরণের ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন।

এআরআই

আর্কাইভ