• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনের সরঞ্জাম বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১১:৫৪ পিএম

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনের সরঞ্জাম বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ২য় বারের মত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনের ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ডিসেম্বর) বিকেলে বোদা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে এসব সরঞ্জামাদি তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো আলমগীর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বোদা উপজেলার ৯টি ভোট কেন্দ্রের ৪৮ বুথে ১৪ হাজার ৫১২ জন ভোটার ইভিয়েমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবেন। নিরবিচ্ছিন্ন ভাবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত পুরুষ আসনে ২৯ জন ও নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন।

জানা যায়, নির্বাচনে বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭জন করে পুলিশ সদস্য, ৯জন করে আনসার কর্মী থাকবে। এছাড়া পুলিশের দুটি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্সটিম, র্যাবের তিনটি এবং তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

 

সজিব/

আর্কাইভ