• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৯:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াশপি নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াশপি বেগম উপজেলার চান্দি এলাকার জসিম উদ্দিনের মেয়ে। সে আখাউড়া উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।


 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত সোহরাব আল হোসাইন বলেন, দুপুরে ইয়াশপি চাচির সঙ্গে আখাউড়া উপজেলার রাণীখার এলাকায় তার ফুপুর বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি এলাকায় মেঠোপথে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় ইয়াশপি। এ সময় মেঠোপথের পাশে থাকা শ্যালো মেশিনের সেচযন্ত্রের পাখায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তার শরীর সেচযন্ত্রের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে শ্যালো মেশিনচালক মজনু মিয়া গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই পরিদর্শক তদন্ত।

 

সজিব/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ