• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এবার রসিক নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী ডালিয়া

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৯:১৫ পিএম

এবার রসিক নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী ডালিয়া

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ জামানত হারিয়েছেন সাত মেয়র প্রার্থী। দ্বিতীয়বারের মতো রসিক মেয়র পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল) ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন।

তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের (আট ভাগের এক ভাগ ভোটের কম) কম ভোট পেলে তার জামানতের টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।

পরিসংখ্যান বলছে, রংপুর সিটি করপোরেশনে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। সে হিসাবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ৩৫ হাজার ১২২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, লাঙল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট।

এর আগে রসিক নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৯২।

রসিক নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন।

জামানত হারানো ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা, বাংলাদেশর কংগ্রেসের আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল, স্বতন্ত্র মেহেদী হাসান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান ও জাসদের শফিয়ার রহমান।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট এক হাজার ৩৬টি। মোট ভোট পড়েছে দুই লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

 

এআরআই/এএল

আর্কাইভ