• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন না কেউ!

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০৫:১৪ পিএম

সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন না কেউ!

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে তার সঙ্গী আবদুল মুহিত, মোহাম্মদ ফিরোজ গাড়িচালক আমির উদ্দিনসহ নিখোঁজ হন।

নিখোঁজের আট দিন পর শুক্রবার (১৮ জুন) তাদের খোঁজ পাওয়া যায়। পরে শুক্রবার বিকেলে পুলিশ জানায়, আবু ত্ব-হা তার সঙ্গীরা নিখোঁজ হননি, তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এর নেপথ্যে আবু ত্ব-হার পারিবারিক ব্যক্তিগত কিছু কারণ রয়েছে।

তবে তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাইছে না পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার সঙ্গী আবদুল মুহিত, গাড়িচালক আমির উদ্দিনকে রংপুর আদালতে নিয়ে জবানবন্দি নেয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে কী এমন কারণ ছিল, যার কারণে স্বেচ্ছায় আত্মগোপনে থাকতে হয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে। আর তার সঙ্গে কেনই বা সঙ্গীরাও আত্মগোপনে থাকতে রাজি হলেন- জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

এই ঘটনার আসল কারণ জানতে শনিবার (১৯ জুন) সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোডে ত্ব-হার বাড়িতে যান সাংবাদিকেরা।

কিন্তু বিষয় নিয়ে কথা বলতে নারাজ তার পরিবারের সদস্যরা। দেখা পাওয়া যায়নি আবু ত্ব-হা আদনানের।

আদনানের সঙ্গে কথা বলতে গেলে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ত্ব-হা ঘুমিয়ে আছেন, বিশ্রাম করছেন। কারও সঙ্গে কথা বলবেন না।

আবার পরিবারের এক সদস্য বলে ওঠেন, ত্ব-হা তার শ্বশুরবাড়িতে আছেন। এই কথা শুনে সেখান থেকে ত্ব-হার শ্বশুর আজহারুল মণ্ডলের বাড়ি নগরের মাস্টারপাড়ায় যাওয়া হয়; কিন্তু ওই বাড়ির লোকজনও তেমন কিছুই বলেননি। ত্ব-হা কোথায় আছেন জানতে চাইলে তাও জানানো হয়নি।

তবে বাড়ির ভেতর থেকে একজন পুরুষ বলেন, ত্ব-হা তার পরিবারের সঙ্গে আছেন। ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, তাই কারও সঙ্গে কথা বলবেন না।

আদনানের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে যাওয়া হয় রংপুর নগরের আশরতপুরের বাসিন্দা গাড়িচালক আমির উদ্দিনের বাড়িতে। সেখানে গিয়েও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাংবাদিকদের।

গাড়িচালক আমির উদ্দিনের ছোট ভাই ফয়সাল হোসেন বলেন, ‘ভাই কারও সঙ্গে কথা বলবেন না। এই পরিবারের আর কোনো সদস্যও সাংবাদিকদের মুখোমুখি হননি।

এর আগে ১০ জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেয়ার জন্য রংপুর থেকে বিকেল ৪টার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আবদুল মুহিত ফিরোজ আলম। ছাড়া গাড়িচালক হিসেবে ছিলেন আমির উদ্দিন।

রাত ২টা ৩৬ মিনিটে আদনানকে তার স্ত্রী ফোন দিলে তিনি বলেন, ‘তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। মুঠোফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছে।এরপর থেকে আদনানসহ সবার মুঠোফোনই বন্ধ ছিল।

ঘটনায় ১১ জুন আবু ত্ব-হা আদনানের মা আজেদা বেগম রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আট দিন পর তারা গতকাল শুক্রবার বাসায় ফিরে আসেন। 

টিআর/এম. জামান

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ