• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মাদ্রাসা ছাত্রের প্রাণ কেড়ে নিলো মোবাইল গেম

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:১০ পিএম

মাদ্রাসা ছাত্রের প্রাণ কেড়ে নিলো মোবাইল গেম

লালমনিরহাট প্রতিনিধি

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর বেগুনটারী এলাকায় এ রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে সাইফ উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত সাইফ উদ্দিন ওই গ্রামের মোস্তাক হুজুরের ছেলে। সে নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা বলেন, বাড়ির পাশে লালমনিরহাট বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল সাইফ উদ্দিন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ট্রেনের নিচে কাটা পড়ে সাইফ। এতে ঘটনাস্থলেই সাইফ মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ