• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভূরুঙ্গামারীতে গাঁজাসহ ২ যুবক আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১১:০৫ পিএম

ভূরুঙ্গামারীতে গাঁজাসহ ২ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের কাজিয়ার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার সাইফুর রহমান এর পুত্র আশরাফুল আলম (২১) ও কফিল উদ্দিন কসাই এর পুত্র মোঃ শাহিন ওরফে বল্টু (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের কাজিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।


ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

যার মামলা নম্বর-২৩ তারিখ- ২৭/১২/২০২২। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানায় পুলিশ।


সজিব/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ