• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাধা পেরিয়ে রসিক নির্বাচনে ভোট দিলেন জাপা প্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৮:৫৬ পিএম

বাধা পেরিয়ে রসিক নির্বাচনে ভোট দিলেন জাপা প্রার্থী

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে প্রথমে আঙুলের ছাপ না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে না পারলেও পরে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান মোস্তফা।

আধাঘণ্টা পর টেকনিশিয়ান ডেকেছে নির্বাচন কর্মকর্তারা ইভিএম ঠিক করায় প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে পেরেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

ভোট দিয়ে মোস্তফা বলেন, জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। আমি তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে ইতোপূর্বে এমন উন্নয়ন আর হয়নি। সেই মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হব বলে আশা করছি। এ সময় নগরবাসীর দোয়া কামনা করেন তিনি। আসলে আমি ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি ইভিএম মেশিন হ্যাং (অচল) হয়ে গেছে। মেশিন কোনো কাজ করছে না। প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিন যদি সমস্যা করে, তাহলে ভোট প্রদান বিলম্বিত হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ৫০টি ভোট হওয়ার পর মেশিন অচল হয়েগেছে। এভাবে চলতে থাকলে ভোটের হিসেব কিভাবে করা হবে আমার বুঝে আসে না। ইভিএমে ভোট নিয়ে অতীতে বিরোধী দল যেসব কথা বলেছে তা এখন হুবহু মিলে যাচ্ছে। ইভিএমের যদি এই অবস্থা হয়, তাহলে এটির প্রতি মানুষের অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর অভিযোগের যৌক্তিকতা আছে বলে মনে করি।

এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেয়র পদপ্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

 

এনএমএম/এএল

আর্কাইভ