• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ট্রাকের সংঘর্ষ নিহত এক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৮:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ট্রাকের সংঘর্ষ নিহত এক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় অপর এক ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইদুলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কমতারা গ্রামে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে উপজেলার ইসলামপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ট্রাকের চালক সাইদুল ঘটনাস্থলে নিহত হন এবং অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আর আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
 

সজিব/এএল

আর্কাইভ