• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:৪৫ পিএম

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি

উত্তর জনপদের মানুষ এখন শীতে কাপছে, হিমেল হাওয়া এবং কুয়াশার দাপটে ভেঙেচুরে গেছে গণজীবন। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তেতুলিয়া কিংবা পঞ্চগড় নয় স্রা উত্তরবঙ্গে একই অবস্থা। মেঘে ঢাকা আকাশ বাতাসের কারনে ঘরবন্দী হয়েছে সব শ্রেণির মানুষ। এই শীতের কবলে বেশি আক্রান্ত হয়েছে খেটে খাওয়া মানুষ। শীত নিবারনের জন্যে তাদের মধ্যে দেখা দিয়েছে শীতবস্ত্র সঙ্কট।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বিভিন্ন সড়কে যানবাহনগুলোক হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
এলাকাবাসী জানায়, দিন যত যাচ্ছে ততই শীত বাড়ছে। সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া খুবই কষ্টের হয়ে পরে। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে চলাচল করা এবং মাঠে কাজ করতে যেতেও কষ্ট হচ্ছে। অপরদিকে শীতজনিত রোগ বাড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ঋতু পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে। অপরদিকে নিম্ন আয়ের মানুষ বলছেন, পরিবারের সদস্যদের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য এই তীব্র শীত উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। 


তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, ‘তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে।’

 

এনএমএম/এএল

আর্কাইভ