• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:৪৬ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ছোট-বড় সব ধরনের ফেরি চলাচল করছে। এর আগে ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৩টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার কারণে ছোট-বড় ৭৬টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে হাসনা হেনা, কেরামত আলী, ভাষাশহীদ বরকত, বীরশেষ্ঠ জাহাঙ্গীর নামের ৪টি ফেরি। তবে সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরিগুলো ঘাটে নোঙ্গর করতে সক্ষম হয়। সকাল ৭টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে পরীক্ষামূলকভাবে আবার চালুর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


উল্লেখ্য, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে ছিল। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুভোর্গে।

 

এনএমএম/এএল

আর্কাইভ