• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব ইজতেমায় সাড়ে ৭ হাজার পুলিশ নিয়োজিত থাকবে : জিএমপি কমিশনার

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০২:৩২ এএম

বিশ্ব ইজতেমায় সাড়ে ৭ হাজার পুলিশ নিয়োজিত থাকবে : জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে তুরাগ তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে এ তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো সময়ের থেকে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না।’

প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ