• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় গাছ থেকে পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৩:৩৭ এএম

মাগুরায় গাছ থেকে পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা সদর হাসপাতাল

মাগুরা প্রতিনিধি

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তিন কন্যা সন্তানের জনক ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মনিরুল শেখের মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী রুপিয়া খাতুন। ক্ষুদ্র ব্যবসায়ী মনিরুল শেখ দরিদ্রতা দূর করার জন্য যেমন জীবন সংগ্রামে নিয়োজিত ছিল তেমনি তিনটি কন্যা সন্তানের পর একটি পুত্র সন্তানের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এবার মুখ তুলে তাকিয়ে ছিল বিধাতা। তার স্ত্রী সাত মাসের সন্তান সম্ভবা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা গেল এবার পুত্র সন্তান আসছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। 

আজ (রবিবার ২৫ ডিসেম্বর) গাছ থেকে পড়ে মৃত্যুর কারণে পুত্র সন্তানের মুখ দেখা হলো না মনিরুল শেখের। 

রবিবার দুপুরে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নিহত মনিরুল শেখ (৩৫) জেলার মহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের হোসেন শেখের ছেলে।

নিহত মনিরুল শেখের স্ত্রী রুপিয়া খাতুন ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান নিহতের শেলক আবু তালেব মোল্লা। আল্টাসনোগ্রাফির মাধ্যমে গর্ভে থাকা সন্তানটি ছেলে সন্তান বলেও নিশ্চিত করেন তিনি।

নিহতের স্ত্রী রুপিয়া খাতুন জানান, গাছ কাটার পাশাপাশি তা কেনা বেচার ব্যবসা করতেন স্বামী মনিরুল শেখ। বাড়ির পাশেই দুটি মেহেগুনি গাছ ক্রয় করেছিলেন বিক্রয়ের উদ্দেশ্যে। রবিবার দুপুরে সেই গাছ দুটি কাটার সময় গাছ থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায় সে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এই প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের আর কিছুই রইল না, এই অভুঝ সন্তান গুলোকে নিয়ে কোথায় দাঁড়াবো আমি। কিভাবেই বা তাদের ভরণপোষণের ব্যবস্থা করব।

মাগুরা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল হযরত আলী জানান, মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

সাজেদ/

আর্কাইভ