• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন সিরাজগঞ্জের গৃহবধূ

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৮:০৬ পিএম

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন সিরাজগঞ্জের গৃহবধূ

সিরাজগঞ্জ প্রতিনিধি

শনিবার (২৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ আফসানা। জন্ম নেওয়া নবজাতদের অবস্থার অবনতি হওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতকের বাবা শাহাদৎ হোসেন বলেন, আমার স্ত্রী আফসানা শহরের একটি বেসরকারি হসপিটালে নরমাল ডেলিভারি মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম হয় তাদের।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম বলেন, গর্ভধারণের সময় হওয়ার আগেই এই চার নবজাতকের জন্ম হয়। তাদের সকলের ওজন কম ছিল। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণের রাখা হয়েছে ৭২ ঘণ্টা নাও যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে সকলে এখন সুস্থ আছে।

 

 

এনএমএম/

আর্কাইভ