প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৬:৫৭ পিএম
শনিবার (২৪ ডিসেম্বর)রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।
হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, শনিবার রাতে মেলায় বেচাকেনা শেষে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল। পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এসময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। পরে ব্যবসায়ীরা চিৎকার করলে আশেপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা-বটি নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় আসাদকে ধরে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই গনপিটুনিতে একজন নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী।
এনএমএম/