• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুরে নারী মুক্তিযোদ্ধা নূরুন নাহারের ইন্তেকাল

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৫৪ পিএম

সৈয়দপুরে নারী মুক্তিযোদ্ধা নূরুন নাহারের ইন্তেকাল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের বীর মুক্তিযোদ্ধা নূরন নেহার বেগম শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহে... রাজেউন)। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে  সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়াস্থ বাবার বাড়ি এলাকাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। তাঁর স্বামীর বাড়ি রংপুরের মিঠাপুকুরের শাল্টি গোপালপুর হলেও বসবাস করতেন সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়ায়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড সৈয়দপুরের সাবেক কমান্ডার একরামুল হক প্রমুখ।

 

সজিব/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ