• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:৩১ পিএম

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকা দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে।

 

এনএমএম/

আর্কাইভ