• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মোংলায় বিদেশি জাহাজে মালামাল পাচারকালে আটক ৩

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১১:০৬ পিএম

মোংলায় বিদেশি জাহাজে মালামাল পাচারকালে আটক ৩

মোংলা প্রতিনিধি

মূল্যবান মালামাল পাচারের সময় মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে অস্ত্রসহ ৩ দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে তাদের আটক করে দুজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কোস্টগার্ডের কাছে খবর আসে বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে মূল্যবান মালামাল পাচার হচ্ছে। এ সংবাদের সূত্র ধরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবন সংলগ্ন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায় তারা।


এ সময় কোস্টগার্ড দেখে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করা মেশিনারিজ পণ্য বোঝাই বোট রেখে দ্রুত পালানোর সময় তাদের আটক করা হয়। অবৈধ কাজে জড়িত মোংলা পোর্ট পৌর শহরের বাসিন্দা পাচারকারী আল-আমিন (৩৪), আশিক (৩২) ও আরিফ (২৮) এ তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে নগদ ১ লাখ ৩২ হাজার ১৬০ টাকা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করে কোস্টগার্ড।

 

এনএমএম/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ