• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আশুলিয়ায় গাড়ির ডাম্পিংয়ে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৯:৩৭ পিএম

আশুলিয়ায় গাড়ির ডাম্পিংয়ে অগ্নিকাণ্ড

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় থানার বিভিন্ন মামলায় আলামত হিসেবে রাখা গাড়ির ডাম্পিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা দুইটি টেক্সিক্যাব, ছয়টি প্রাইভেটকার ও একটি ট্রাকসহ মোট ৯টি গাড়ি পুড়ে যায়।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে পুরাতন আশুলিয়া থানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আশুলিয়া থানার মালখানার (আলামত রক্ষণাবেক্ষণ) দায়িত্বে থানা এসআই আউয়াল হোসেন বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পথচারীরা গাড়িগুলো নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নই। এ বিষয়ে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সেখানে থাকা ৯টি গাড়ি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখও জানা যায়নি।

 

 

এআরআই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ