• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাভারে মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৩:৫২ এএম

সাভারে মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

সাভার প্রতিনিধি

সাভারে মিনিবাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের কলমা এলাকায় লেগুনা-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

 

 

সাজেদ/

আর্কাইভ